সতর্কবার্তা: মাদ্রাসাতুল নূরের ডিজিটাল পোর্টালে স্বাগতম! লগইন করে শিক্ষার্থীদের তথ্য, ফলাফল ও নোটিশসমূহ দেখুন। নতুন ভর্তি চলছে – এখনই যোগাযোগ করুন!
সহ-পরিচালক

মুফতি মুহাম্মাদ ফয়জুল্লাহ ( সহ-পরিচালক )

  • যোগদান: মার্চ ১৯, ২০১৮
  • জন্ম তারিখ: মার্চ ০৩, ১৯৯০
  • Died Date: N/A
  • রক্তের গ্রুপ: O+
  • যোগ্যতা: হিফজুল কোরআন, দাওরায়ে হাদিস (মাস্টার্স), ইফতা
  • ফোন নম্বর: ০১৭৭৮-৪৫০০৫০
  • ইমেইল: principle@madrasatunnoor.com
  • ঠিকানা: ইটখোলা, তারানগর, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১৩
  • সহ-পরিচালকের বাণী

    নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম

    মাদ্রাসাতুন নূর এটি একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আমার আব্বাজান দামাত বারাকাতুহুম এর অক্লান্ত পরিশ্রম ও পরম সহযোগিতায় ইতিমধ্যে আরম্ভ করতে পেরেছি মাদ্রাসাতুন নূর এর সকল কার্যক্রম, আর এর জন্য আমি সবচাইতে বেশি কৃতজ্ঞ আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা মুফতি হিফজুর রহমান হাফিজাহুল্লাহ এবং অত্র মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধায়ক ও তেজগাঁও রেলওয়ে নূরানী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ এর কাছে, কেননা এই ব্যক্তিদয় আমাকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা ও পরামর্শ দিয়ে মাদ্রাসাতুন নূর বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করেছেন, শুরুলগ্ন থেকেই আমার পরিকল্পনা ছিল আমি মুরুব্বিদের পরামর্শ নিয়েই সকল কার্যক্রম পরিচালনা করব,  এবং তালেবে এলেমদের থাকা-খাওয়া ও লেখাপড়ার মান উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ আধুনিক ও সূক্ষ্ম হেকমত অবলম্বন করার চেষ্টা করব। শুধুমাত্র আল্লাহ তায়ালা কে রাজি খুশি করা ও কিছু তালেবে এলেম যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যেই আমার এই উদ্যোগ। এবং তালেবে এলেমদের ইসলাহের পাশাপাশি তাদের অভিভাবক সহ সমগ্র জাতির ঈমান আমল শুদ্ধ করার চেষ্টা। লেখাপড়ার মান শতভাগ পরিচ্ছন্ন রাখার পর উন্নত থাকা খাওয়ার ব্যবস্থা রেখে ছাত্রদের মনোবল শুদ্ধ ও শক্তিশালী করে গড়ে তোলা। আর এ সকল উদ্দেশ্য নিয়েই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শুরু করেছি আমাদের মাদ্রাসাতুন নূরের সকল কার্যক্রম, আমি নিজেও সর্বোচ্চ মেহনতের মন মানসিকতা রেখে সেই মানের ওস্তাদ নিয়োগের ইচ্ছা পোষণ করেছিলাম এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আল্লাহ তাআলা তার ব্যবস্থাও করে দিয়েছেন। সুতরাং সকলের কাছে বিশেষ দোয়ার আবেদন রেখে উক্ত প্রতিষ্ঠানে মেহমান হবার নিমন্ত্রণ রাখছি,জাযাকাল্লাহ।

    WhatsApp Chat
    Messenger Chat
    লোডিং হচ্ছে...